রাজর্ষি
ঘোষ
অকল্যাণ
হবে – বলেছিল শামসুর চাচা।
সেই
থেকে নোনা জল গড়িয়েছে আমার মোহনায়।
সূর্যস্নাত
– কিবা দিন কিবা রাত
কিবা রাতের অগভীরে শুক্লা দ্বাদশীর
চাঁদ
নারকেল পাতা বেয়ে ঝরে পড়ে আবছা উঠোনে।
ভাল
আছি।
ভাল
আছি কলমে চাবুকে
আমীমাংসিত বাজারের ওঠা পড়া
কুড়ি টাকা কেজি পেঁয়াজের
দামে
আর... আর নীল বই নীল ছবি হয়ে ছাদে ও
গুদামে
জং
ধরা শহরের ভিড়ে।
আমি
আর্দ্র তোমারই শ্রাবণে
হেমন্ত
বসন্ত কিংবা ক্ষণে ক্ষণে বদলালে
কায়ক্লেশে –
কে জানে কোন পাখির উজানে।
যদিও
আর্দ্র আমি তোমারই শ্রাবণে
কথা দিতে পারি নি
কোন বৃহত্তর সমুদ্র সুখ হয়ে।
১৫/১১/২০১৬