রাজর্ষি
ঘোষ
অন্ধের
কিবা দিন কিবা রাত কিবা অতৃপ্ত ভারত চেতনা
যেখানে
দু-মুঠো রাত্রির খোঁজে একান্ত হাত চাঁছে পোড়া ভাতের হাঁড়ি
আর
গান গায় শীতের কলকাতা
সেখানে সাম্যবাদ বিপথগামী।
কি
হবে বিপ্লব, কি হবে অন্ধজনে আলো
যদি
আলু ভাত ছেঁড়া কাপড়ের টুকরোতে ভারত ঘুমোয় আর শীত দেয়
হারানো
রুমাল?
কি
এক কাক-সর্বস্ব দেশ...
এখানে
মিছিল ছিল, ওম ছিল ন্যাংটো শিশুর। আর বৃদ্ধ এক বর্ণপরিচয়
কাক
চোখে প্রশ্ন করেছে –
শ্রেণীশত্রু, সেটা ফের জাতের কি জাত?
২৮/১২/২০১৬