রাজর্ষি
ঘোষ
দরজা
থেকে ঝুপ-ঝাপ ঝুলে থাকে ওরা।
কেউ
বিরাটি, কেউ বিবাদী বাগ, কেউ মাণিকতলার লোহার দোকানের নিতান্ত চাকুরে।
ওরা
আসে, বাসে আর রুমাল রেখে যায় প্রতিটা সিটের কোণায় কোণায়।
ওদের
নিজস্ব গল্প আছে। উপন্যাসও। এক বাস পৃথিবী চলছে তেপান্তরের পারে।
তবুও
সেই পৃথিবীর শেষে অন্য পৃথিবী, অন্য পরিখা।
যেখানে
বাস করে শুধু লক্ষ্মীছাড়া স্বপ্নের কন্ডাক্টর... আর ড্রাইভার ডানা মেলে উড়ে গেছে
বৃহস্পতির
দিকে।
সেখানে,
সেখানেই মিনিমাম বাস ভাড়া
আজ
থেকে নির্ধারিত হল
ছয়
টাকা।
০৩/০২/২০১৭
No comments:
Post a Comment