রাজর্ষি
ঘোষ
হারিয়েছ বট, ঘাস জমেছ আমার শিকড়ে
পান
করেছ আকন্ঠ নিদ্রা। এখন সমুদ্র শেষের দিনে
বেসাতি
বেঁধেছি আমি খড়ের আলোয়। এখানে অনিমিখ
চাঁদ
লুকোছায়া। এখানে ধোঁয়ার আদরে ঘুমিয়েছ
আমার
শহর।
উনুনের
ওমে জাগে হাতরুটি, কতটা অন্ধকার
হলে
জাগা যাবে নিজের আলোয়। যেখানে নোনা হাওয়া
আর
সবুজাভ ঢেউ এসে মিলেছে বালি পথ;
তুমি
ডুবেছ ভেসেছ, সেখানেও তারা ছিল আঁকড়ে একমাত্র
নুলিয়া
কলোনি।
সার
সার কাঁকড়ার মত স্ট্রীট ল্যাম্প
এ
নয় আমার। অন্ধকারের জীব; ভালোবাসি মিশে যেতে
রাতের
রাস্তায়, লোডশেডিং সওয়ারি হয়ে নিভন্ত সাইকেলে।
খুঁজে
নিতে একমাত্র প্রেম কুটো সেখানে
যেখানে
ব্রিজ মেশে এক্সাইড হয়ে।
০৭/০২/২০১৭
No comments:
Post a Comment