বাংলা ভাষার উপর একটা সুপরিকল্পিত আক্রমণ কয়েক দিন ধরেই চোখে পড়ছে। বাংলা ভাষার ধারক, বাহক, রত্নগর্ভাদের উপক্ষা করা বা একরকম ছেঁটে বাদ দিয়ে দেওয়া, তার নিজস্ব স্বত্বার উপর ছুরি কাঁচি চালানোর প্রবণতা ইত্যাদি ইত্যাদি দুই বাংলাতেই বিদ্যমান। কবিতাটা লিখলাম সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে।
- রাজর্ষি ঘোষ
একটি
হিন্দু কবিতা রাস্তা দিয়ে হেঁটে গেলেই
কারফিউ
বসবে শহর জুড়ে
আর
কফিশপে স্যালাইন পাবে রাতের পাখিরা।
একটি
মুসলিম কবিতা উঁকি দিলে জানলা থেকে
কাঁটাতার
ভেদ করে ছুটে আসবে বেয়নেট
আর
মোমবাতি মিছিলে হাঁটবে অসংখ্য কাকতাড়ুয়া।
অথচ
একটি বাংলা কবিতার জন্ম হলে
এলভিস
দেবেন পশম
নেরুদা
সুগন্ধী
আর
মৃত্যু দেবে মৌলবাদীরা।
০৯/০২/২০১৭
No comments:
Post a Comment